দেশের প্রখ্যাত গায়ক শেখ সাদীর একটি গান আছে যা শুনলে দূরে বা কাছে থেকেও আমাদের মায়ের কথা মনে করাতে বাধ্য। জানিনা, গানটার কি শক্তি, তবে আমাদের মায়েদের শক্তি তার থেকে অনেক তা বলাবাহুল্য। খুব অদ্ভূতভাবে ব্যাকুল হয়ে খুঁজতে থাকা কোনো জিনিস মায়েরা নিমিষেই খুঁজে এনে ধরিয়ে দেয় হাতে। পড়াশোনার জন্য ঘর ছেড়ে আসা, মূলত ছেড়ে আসা মাকে টেনশন থেকে মুক্তি দিতে ঢ়খন অসুস্থতার কথা না বলে পাশ কাটতে চাই, মা ঠিক খপ করে ধরে ফেলে জেরা করতে শুরু করে। মা রা হয়তো এমনই, সারাদিনের ক্লান্তি শেষে মায়ের স্বরে শান্তি থাকে, মায়ের চোখে থাকে নিজের জয়ের আনন্দ। আমাদের প্রত্যেকের মা আমাদের কাছে এক একটা ব্যাংক, তবে সেই ব্যাংকে সুদ-আসলের কোনো হিসেব থাকে না।