খাবার টেবিলে জনে তিনে
ক্লান্ত, শ্রান্ত, স্থির ঘণ্টা নিয়ে।
নানু ঘুমায় ম্লান শরীরে।
কলিংবেল টুং টাং বাজে
আচমকা চেতনা আসে ক্ষণে।
আবার ঘুমায়ে জনে তিনে
ঘুমায়ে পরে পৃথিবী টেবিলের তলে।
খাবার টেবিলে জনে তিনে
ক্লান্ত, শ্রান্ত, স্থির ঘণ্টা নিয়ে।
নানু ঘুমায় ম্লান শরীরে।
কলিংবেল টুং টাং বাজে
আচমকা চেতনা আসে ক্ষণে।
আবার ঘুমায়ে জনে তিনে
ঘুমায়ে পরে পৃথিবী টেবিলের তলে।