মেঘে মেঘে বেলা হয় তো হোক।
বেলা শেষে আঁধার নামে তো নামুক।
আঁধারে কেউ আলো জ্বালে তো না জ্বালুক।
আলোর আহ্বান কেউ শোনে তো না শুনুক।
আলো আসবে, তা কেউ মানে তো না মানুক।
তবুও
বেলা শেষে আধাঁর ক্ষনে নিজের আলো নিজেই জ্বাল।
আলোর আগমনী গান নিজ কানেই শোন।
আপন আলোয় উদ্ভাসিত হয়ে আলো ছড়িয়ে দাও দিগ্বিদিক।
কেউ আস্থা রাখুক আর নাই রাখুক,
শুধু নিজ বিশ্বাসে অটল থেকে জেনে নিও,
আলো আসবেই।
গাছের ডালে আস্থাশীল পাখির জন্ম ই তো হয় ঝড়ের রাতে বিলীন হবার জন্যে।
ঝড়ের রাত পাড় করা, নিজ ডানায় অবিচল পাখির জন্যেই তো বুক পেতে অপেক্ষায় থাকে ঝকঝকে নীলাকাশ।
আলোকময় সে নীল আকাশ হোক তোমার ঠিকানা।