Posts

কবিতা

জীবনের শেষে শুরু

June 10, 2024

sukanta das

135
View

অনধিকারের সুর,
অস্তিত্বের অবসানে,
শূন্যতায় ভরা বিশ্বে,
অনুভবের অদৃশ্য গীত।

অজানা পথের মাঝে,
হারিয়ে পড়ে এক যাত্রী,
সময়ের গভীর অন্ধকারে,
আত্মার পাখি পথ হারিয়ে।

কোথায় শেষে শুরু হয়,
কোথায় অন্ত পায় বিস্তার,
অজানা সীমানায় ভেসে,
চিরন্তন স্বপ্নে পা নিয়ে।

জীবনের শেষে শুরু,
অবিচ্ছিন্ন এক গল্প,
অনন্ত বিপ্লবের মাঝে,
আদির পাথে চলা যাত্রীর হৃদয়ে।

Comments

    Please login to post comment. Login