Posts

পোস্ট

প্রথমানুভুতি

December 11, 2023

জুয়েল কলিন্দ

Original Author জুয়েল কলিন্দ

286
View
কোন এক বৃষ্টিস্নাত দুপুরে
অথবা রৌদ্রজ্জল বিকেলে
হবে দেখা,
অনেক কথা রবে মনান্তে
মুখে তবু নীরবতার রেখা।

চোখের পরে চোখ
দৃষ্টি বিনিময়
কেটে যাবে সময়-স্রোত
নিশ্চুপ, তন্ময়।

এইভাবে ঘোরলাগা
কেটে গেলে অনেকক্ষণ
সময়ের কার্পণ্যে
অভিমানে ভরবে মন।

Comments

    Please login to post comment. Login