পোস্টস

গল্প

ক্ষণিকা (প্রিমিয়াম)

১০ জুন ২০২৪

মোঃ ইরফান হোসেন

ক্ষণিকা
----------------ইরফান হোসেন

বৃহস্পতিবার বিকেলে ঢাকার যানজট যে ধৈর্য্যসীমা অতিক্রম করে এটা নতুন কিছু না। তবে গত তিন দিনে যে গরম পড়েছে তাতে তাল তো নস্যি, পাথর পর্যন্ত পেকে রস গড়াতো। ভাগ্যিস ঢাকায় পাথর নাই সবই মাটি। নাইনে থাকতে নিউটনের তিন নম্বর সূত্রে পড়েছিলাম, "প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে"। সমান কিনা জানি না, তবে এই গরমের একটা ভালো প্রতিক্রিয়া আবিস্কার করেছি। ঢাকাবাসীর নীরস জীবনে গল্প করার মত একটা বিষয় পাওয়া গেছে। নিতান্ত অপরিচিতও গরমের গল্প করতে করতে পরিচিত হয়ে যাচ্ছে।

আমতলীর মোড়ে আধাঘন্টা গাড়ির জন্য দাড়িয়ে থেকে থেকে কেবলই হেঁটে যাওয়ার উদ্যোগ নিচ্ছি, তখনই

এটি একটি প্রিমিয়াম পোস্ট।