সবকিছুই ঘরে ফেরে
শুধু তুমি ফেরো না।
ক্লান্ত সূর্য ঘরে ফেরে- অন্ধকারের,
মগ্ন চাঁদ ঘরে ফেরে- আলোর
আকাশের পাখিরা ফেরে নীড়ে
নিঃস্ব গরুরপাল গৃহস্থের ঘরে ফেরে
বালিহাঁস-মোরগ- পোকামাকড় ঘরে ফেরে
কৃষক মজুর দীনহীন বুভুক্ষু ঘরে ফেরে
তোমার জন্য এক পৃথিবীর একঘর
বানিয়ে প্রতীক্ষায়;
তুমি ঘরে ফেরো না বলে ঘর হয়েছে পর,
হয়েছি পরিব্রাজক; চোখ রাঙায় ঘর।
তবুও তুমি ঘরে ফেরো না।