পোস্টস

নিউজ

নিউইয়র্ক টাইমসের ২০২৩ সালের সেরা ১০টি বই

১৭ ডিসেম্বর ২০২৩

নিউজ ফ্যাক্টরি

Featured Image
প্রভাবশালী মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস সম্প্রতি ২০২৩ সালের সেরা ১০টি বইয়ের তালিকা প্রকাশ করেছে। নিউইয়র্ক টাইমস বুক রিভিও ফিকশন এবং নন-ফিকশন ক্যাটাগরির জন্য ৫টি করে মোট ১০টি বইকে ২০২৩ সালের সেরা বইয়ের তালিকাভুক্ত করেছে। আসুন এক নজরে এই বইগুলোর নাম দেখে নেয়া যাক।    

ফিকশন বিভাগে সেরা ৫টি বই:

১. দ্য বি স্টিং (পল মারে)। 

২. চেইন-গ্যাং অল-স্টারস (নানা কওয়ামি অ্যাডজেয়ি ব্রেনইয়াহ )।

৩. ইস্টবাউন্ড (মেলিস ডি কেরাঙ্গাল)। 

৪. দ্য ফ্রড (জ্যাডি স্মিথ)।  

৫. নর্থ উডস (ড্যানিয়েল ম্যাসন )।

নন-ফিকশন বিভাগে সেরা ৫টি বই:   

১. দ্য বেস্ট মাইন্ডস: অ্যা স্টোরি অব ফ্রেন্ডশিপ, ম্যাডনেস অ্যান্ড দ্য ট্র্যাজেডি অব গুড ইনটেনশন  (জোনাথন রোজেন)। 

২. বটমস আপ অ্যান্ড দ্য ডেভিল লাফস: অ্যা জার্নি থ্রু দ্য ডিপ স্টেট  (কেরি হাউলি)। 

৩. ফায়ার ওয়েদার: অ্যা ট্রু স্টোরি ফ্রম অ্যা হটার ওয়ার্ল্ড  (জন ভাইলান্ট)।  

৪. সাম পিপল নিড কিলিং: অ্যা মেমোয়ার অব মার্ডার ইন মাই কান্ট্রি (প্যাট্রিসিয়া ইভাঞ্জেলিস্তা)।

৫. মাস্টার স্লেভ হাজব্যান্ড ওয়াইফ: অ্যান এপিক জার্নি ফ্রম স্লেভারি টু ফ্রিডম (ইলিয়ন উ)।