প্রিয় নীল ভালোবাসা,
তোমার কথা ভেবে ভেবে
নীলক্ষেতের নীলাকাশ পেরিয়ে ফিরে আসি।
তোমার শাড়ির রংয়ের মতো বইয়ের মলাট দেখে
তোমার পানে ফিরে তাকাই,
অথচ অজস্র না দেখা মূহুর্তের শোক
বিবর্ণ কুয়াশার মতো জেঁকে বসে স্মৃতির ঘাড়ে
তোমাকে আর দেখা যায়না।
একটা অবোধ দীর্ঘশ্বাস ফেলে মলাট ছেড়ে
চোখ ফেরাই সাদাকালো বইয়ের পাতায়,
তোমায় ছাড়া আমার দিনরাত যেমন কাটে।
বঙ্গবন্ধু হল, ঢাবি