পোস্টস

নিউজ

বাংলা একাডেমিতে চলছে প্রথমা বিজয় বইমেলা

২২ ডিসেম্বর ২০২৩

নিউজ ফ্যাক্টরি

Featured Image
বাংলা একাডেমির বর্ধমান হাউস চত্বরে চলছে প্রথমা প্রকাশনের বিজয় বইমেলা। ৬ দিনের এই বইমেলা বুধবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। 

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। তিনি বলেছেন, অস্পর্শ অস্তিত্বকে মানুষের বোধগম্য করার কাজটি করে বই। বাংলাদেশের প্রকাশনার অস্তিত্বকে জোরালো করেছে প্রথমা। বাংলাদেশকে সাজাতে হলে বাংলা ভাষাকে সাজাতে হবে। সে কাজ করছে প্রথমা প্রকাশন।   

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পদ্মশ্রী খেতাব পাওয়া কাজী সাজ্জাদ আলী জহির, নারীনেত্রী মালেকা বেগম, কথাসাহিত্যিক মাসুদুজ্জামান, ফারুক মঈনউদ্দীন, আনিসুল হক, আসিফ নজরুলসহ বাংলা ভাষার অনেক লেখক।

মেলায় প্রথমা প্রকাশনের নির্দিষ্ট বইতে ৬০ শতাংশ পর্যন্ত মূল্য হ্রাস রয়েছে। এছাড়া অন্যান্য প্রকাশনার বইয়ে আছে ২৫ শতাংশ মূল্য হ্রাস। 

প্রথমা বিজয় বইমেলা ২৫ ডিসেম্বর শেষ হবে।