Posts

নিউজ

বাংলা একাডেমির গবেষণাবৃত্তির জন্য প্রস্তাব আহ্বান

December 22, 2023

নিউজ ফ্যাক্টরি

Featured Image
বাংলা একাডেমি পরিচালিত ৩টি গবেষণাবৃত্তি ২০২৩-২০২৪ এর জন্য গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। বাংলা একাডেমির গবেষণা ফান্ডের সদস্য সচিব এবং গবেষণা উপবিভাগের উপপরিচালক ড. তপনকুমার বাগচী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

ফান্ড ৩টি হলো:

১. ফেরদৌস-খাতেমন গবেষণা ফান্ড, বিষয়: বাংলাদেশের শিশুসাহিত্যে অনুবাদচর্চা

২. মার্কেন্টাইল ব্যাংক গবেষণাবৃত্তি, বিষয়: বাংলাদেশের ব্যাংকিং খাত: ঋণ প্রদান ও আদায়ে নৈতিকতা

৩. গাজী শামছুর রহমান স্মৃতি গবেষণাবৃত্তি, বিষয়: বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান: জীবন ও কর্ম

আবেদনের শর্ত: 

১. গবেষকের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতকোত্তর।

২. গবেষককে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং গবেষণাকর্মের অভিজ্ঞতা থাকতে হবে। 

৩. প্রতিটি ফান্ড থেকে প্রদত্ত বৃত্তির সংখ্যা ১টি।

৪. পদ্ধতিগত প্রস্তাবে জীবনবৃত্তান্ত ও অভিজ্ঞতার সনদ থাকতে হবে। 

উল্লেখ্য, ২ লাখ ৪০ হাজার টাকা সম্মানির এই বৃত্তির মেয়াদ এক বছর। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ ৫ জানুয়ারি ২০২৪। 

 

Comments

    Please login to post comment. Login