Posts

নিউজ

সঞ্জীব চৌধুরী স্মরণে টিএসসিতে 'সঞ্জীব উৎসব'

December 23, 2023

নিউজ ফ্যাক্টরি

Featured Image
প্রয়াত সংগীতশিল্পী এবং সাংবাদিক সঞ্জীব চৌধুরী স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব উৎসবের আয়োজন করা হয়েছে। 

২৫ ডিসেম্বর, ২০২৩ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে শুরু হবে দ্বাদশ সঞ্জীব উৎসব। ২৫ ডিসেম্বর প্রয়াত এই সংগীতশিল্পীর জন্মদিন। এ উপলক্ষে প্রতিবছর এই দিনে উৎসবটির আয়োজন করা হয়।     

সঞ্জীব উৎসব উদযাপন পরিষদের তত্ত্বাবধানে এবারের উৎসবটি আয়োজন করছে আজব কারখানা।  

উল্লেখ্য, সঞ্জীব চৌধুরী জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ এর প্রতিষ্ঠাতাদের একজন। আমি তোমাকেই বলে দেব, রঙ্গিলা, সমুদ্র সন্তান, জোছনা বিহার, তোমার ভাঁজ খোলো, চাঁদের জন্য গান, স্বপ্নবাজি, গাড়ি চলে না, বাড়ি ফেরা, ভালো লাগে না প্রভৃতি জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। তিনি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ১৯ নভেম্বর মাত্র ৪২ বছর বয়সে মারা যান এই শিল্পী।  
 
 

Comments

    Please login to post comment. Login