Posts

কবিতা

('আজ')

June 11, 2024

Shamsul Alam

আজ
       এস.এ
আজ ইচ্ছে করে,
ছুঁয়ে দেখতে তুমি কেমন !
কেমন তোমার ঐ মৌন সম্মতি?
কেমন তোমার ঊষতা, আর
বাহুডোরে  বাঁধা!
আজ জানতে ইচ্ছে করে-
পাশে বসে আছে কাছের মানুষ,
তবু দু জনেই একলা!
আমি তোমার হয়ে যাবো,
যদি এক বার বল !
আমি তোমাতেই হারাবো,
যদি ঐ দোয়ার খুলো।
তোমার যৌবন কোষে ,
হিমশীতল শিহরণ হবো -
ঊষতা আর প্রেম ডোরে বাধিব।
কৃষ্ণর বাঁশীর সুরে,উতলা করিবো।
আবার প্রেমে ক্লান্ত হয়ে,
এই মহাবিশ্বের সৃষ্টি মাঝে বিলীন হবো।❣️

Comments

    Please login to post comment. Login