Posts

কবিতা

প্রেম জাল

June 11, 2024

Shamsul Alam

222
View


প্রেম জাল
এস.এ

তাঁর গুলো ক্লান্ত হয়ে তোমা থেকে দূরে সরে যাচ্ছে!
এই শহুরে জীবনে আকাশ জুড়ে ঐ তাঁরার কথা তুমি কি বুঝবে?
তাই এই মাঝ রাতে চলো ঘুরে আসি ঐ
নিঝুমদ্বীপ থেকে।
সেথায় তুমি বানভাসি হাসি দিও, তোমার হাসির শ্রাবণ ঢলে ক্লান্ত ঐ তাঁর গুলো হেসে উঠবে ঐ শুকতারা যতোদিন থাকে।

না হয় চলো ঐ পাহাড়ের আলিঙ্গনে
সে তো তোমার প্রেমে দৃঢ় বিশ্বাসে আজ দাড়িয়ে।
সেথায় তুমি , জোছনার  ভালবাসা উজাড় করে দিতে দেখবে!
দেখবে চাঁদ তাকে চুম্বন দেয় কত‌ই না ছলনা ভরে !
সেতো ঐ চাঁদ দেখে না তোমার ঐ নয়ন জুড়ানো হাসি দেখার পরে।

না হয় চলো ঐ মেঠো পথের পথিক আমি আর তুমি!
এক দিকে ঐ বিস্তৃর্ণ খোলা ফসলের মাঠ,পাশে বহমান নদীর ধারা,
দেখতে পাবে ঐ ফসলে মাঠে ঢেউ খেলে
তোমার প্রতিটি কথায় আনন্দিত হয়ে। 
জলে  ভালোবাসা গুলো ভেসে যায়
ঐ পাল তুলে তোমার প্রেমে!
দেখতে পাবে কিছু প্রেমী তোমার ভালবাসা পাওয়ার তরে জাল পেতে বসে কাশফুল বনের ধারে!

প্রকৃতি তোমার প্রেমে মুগ্ধ হয়ে ভালোবাসা ছড়াচ্ছে মেঘের না না রূপে,
সে কখনো অভিমানী, আবার কাল বৈশাখী হয়ে ঝড়ে,
তোমার প্রেমে সে কতো না রূপে সাজে এই 
ফাল্গুনে,
সকল ক্লান্তি দূর ঠেলে, নতুন করে আবার হারাতে তোমায় ভালোবাসি জানাতে প্রতিটি দিবসে।

Comments

    Please login to post comment. Login