Posts

কবিতা

(জোহরা) (Premium)

June 11, 2024

Shamsul Alam

আমি তোমাতে খিপ্ত,আমি তোমাতে মুগ্ধ,
আমি তোমাতে ভিশন খেয়ালি, অভিমানী তপ্ত!
আমি তোমাতে বৈশাখী , এলোকেশে মুগ্ধ চাহনি!
আমি তোমাতে প্রেম সৃষ্টি,তোমাতেই ধংস।
আমি তোমাতে উদাসীন ,আমি তোমাতে ভিশন চঞ্চল,
আমি শূন্য, আমি ক্লান্ত,আমি তোমাতে শান্ত।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login