Posts

কবিতা

(জোহরা)

June 11, 2024

Shamsul Alam

62
View

জোহরা
এস.এ
আমি:
কতটা পথ তুমি হাঁটবে আমার সাথে?
ঐ মহাকালের শুরু থেকে আমি তোমার সাথে!
ছিলেম এক বিন্দুতে, স্রষ্টার প্রেমে 
হলাম দুজনায় ভিন্ন তণে।
আবার কি প্রেমে মিলিব ঐ ঈশ্বর জানে !
জোহরা :
যতটা পথ হাঁটলে ঈশ্বর প্রেম অর্জন করা যায় ততটা হাঁটব। 
তার থেকে বেশি যদি হাটা যায়, তখন ও হাত ধরে হাঁটব তোমার সাথে !
আমি তোমার প্রান খোলা উল্লাস।
আমি তোমার সূপ্ত হৃদয়ের গুপ্ত আবেশ।
আমি:
আমি তোমাতে শ্রাবণ , তুমি বানভাসি দু কূল ভাঙ্গা বন্যা।
আমি পেয়েছি তোমারে,ভাংগিয়া সকল বাধা।
জোহরা :
আমি তোমার প্রানের সখা,মহাকালের পথ সঙ্গী।
আমি:
আমি তোমাতে খিপ্ত,আমি তোমাতে মুগ্ধ,
আমি তোমাতে ভিশন খেয়ালি, অভিমানী তপ্ত!
আমি তোমাতে বৈশাখী , এলোকেশে মুগ্ধ চাহনি!
আমি তোমাতে প্রেম সৃষ্টি,তোমাতেই ধংস।
আমি তোমাতে উদাসীন ,আমি তোমাতে ভিশন চঞ্চল,
আমি শূন্য, আমি ক্লান্ত,আমি তোমাতে শান্ত।

Comments

    Please login to post comment. Login