Posts

নিউজ

বাংলা একাডেমির তরুণ লেখক কর্মসূচিতে প্রশিক্ষণার্থী আহ্বান

December 25, 2023

নিউজ ফ্যাক্টরি

Featured Image
বাংলা একাডেমি আগামী জানুয়ারি-জুন, ২০২৪ মেয়াদে ‘তরুণ লেখক কর্মসূচি'র আওতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থী আহ্বান করা হয়েছে। 

রোববার (২৪ ডিসেম্বর) বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ হাসান কবীরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।    

আবেদনের শর্ত:   

১. অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী তরুণ লেখক।  

২. যেসব তরুণ লেখকের প্রতিশ্রুতিশীল সৃজনকর্ম যেমন, কবিতা, ছড়া, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতি মানসম্পন্ন কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে। 

৩. প্রত্যেক তরুণ লেখককে ৫ কপি করে তার লেখা ৫টি ছড়া/কবিতা অথবা ১টি নাটক/গল্প/ উপন্যাস/প্রবন্ধ জমা দিতে হবে।  

৪. আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ১ কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে।        

এই কর্মসূচিতে অংশগ্রহণে ইচ্ছুক তরুণ লেখকরা ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, গ্রন্থাগার বিভাগ, বাংলা একাডেমি, ঢাকা-১০০০। 

Comments

    Please login to post comment. Login