মেজবাহ মুকুল
রাখাল কবি
ঈশপের গল্প শোনো, বুঝলে কবিতা
অচেতন লোকালয় পথ নির্দেশিকা
কাব্যের রূপক ভাজ আধিক্য সবিতা
গাঁথা হয় কথামালা উপমায় শিখা
জাগো তব ইন্দ্র ভোর জীবন ভবিতা
কর্মের ফসল জেনো কপালেই লিখা
মুছে পুছে লও শ্বাস অঞ্চল স্বভিটা
আমার সবুজ পান্না জননীর টিকা
ঘুমিছে বিবেক তাজ লাঞ্চনা বিদ্যান
রাখাল বলেনি মিথ্যে দূরদর্শি তত্ত্ব
জাগেনি ভূমির বুকে শ্রেণীর উত্থান
বাঘ এলো বাঘ এলো এই বড় সত্য
জগতের মহাকবি রাখাল বালক
জাতির কাণ্ডারি ভবে তন্ত্রের পালক
This is a premium post.