ছেলে গুলো ছেলে কিনা সন্দেহ যে মনে!!!
মেয়ে গুলো, নয়যে মেয়ে, দেখছো সবাই চেয়ে!
রাস্তা ঘাটে, পথের ঢালে, কিসের ঘেঁষাঘেঁষি,
বেশ্যা ছেলে মেয়ে যতো, লজ্জা পাবে দেখি।
দোষ দেবেনা মতি গতির, আর না বয়সের,
ভাল করে দেখো আজি, দোষ যে সকলের।
ভাই যে আমি ছোট্ট বোনের, ঘুরি মেয়ের পিছু,
পঁচা গান্ধা ভাইয়ের চরিত, শিখাবে কী কিছু ?
বোনটি আমি ছোট্ট ভাইয়ের, আদর সোহাগ রাখি,
মাঝেমাঝে দেখায় কতো, বন্ধু ভাইয়ের আঁখি।
পাঠশালাতে আসা যাওয়ায়, বড় ভাই যে কত!
বাইকে করে নিয়ে আসে, চলে খেলা যত।
এসব দেখার অনেক মানুষ, রাস্তা ঘাটে শত,
ঘুরে বেড়ায় সব হারিয়ে, মনের আশা যত।
নেইকি বুঝি, বাবা ঘরে, মায়ের কোন শাসন,
আদর করে দেয়কি ছেড়ে, নাইরে কোন বারন।
চলছে উদাস পবন হাওয়া, নেইতো কোন বাঁধা,
থামবে কোথা তাঁদের চলা, কেবা জানে তাহা?
চাও কি ভাল জাতি তোমার দেশ সমাজের বড়?
উতাল-পাথাল চলা ফেরার রশি একটু ধর!
পাক -পবিত্র জীবন গড়া, হবে মহান পেশা,
দেশ সমাজের শোভা হবে, হবে পথের দিশা।
মুক্তো কণার মতো জীবন, হবে অনেক দামী,
সৎ ও মনের ধনী যারা, জীবন দিবে সঁপি।