আমার Desktop কেনার কাহিনী আমার জন্য ছিল খুবই surprising। তো বেসিক্যালি আমি বাবাকে অষ্টম শ্রেণির শুরুতে বলেছিলাম আমি কম্পিউটার নিবো JSC এর পরে
(মানে পরিক্ষার রেজাল্টের পরে আরকি )। তো সাড়া বছর ভালোই গেছে As Normal।
Now the interesting step starting :
তো পরিক্ষা যেদিন শেষ হলো তার ৩ দিন পরে বাবা বললেন, "চলো মার্কেট করে আসি" যেহেতু ছুটিতে বাড়িতে যাবো তাই আরকি। যেমন বলা তেমন কাজ দুপুরে বের হলাম, ৩০ মিনিট লাগলো
মার্কেটে যেতে। ওহ BTW তখন বগুড়ায় থাকতাম। যা যা কেনার ছিলো সব কেনা শেষ , তখন স্বভাবতই মার্কেট শেষ করে হাল্কা খাবার খেয়ে বাসায় ফিরতাম। ওইদিনও আমি ওটাই ভাবছিলাম।
তো সম্পূর্ণ বগুড়ায় ওই এটাই কম্পিউটার মার্কেট ছিলো Or maybe আরও ছিলো 🤔। আমি যখনি বাবার সাথে মার্কেটে যেতাম তখন হাজার বার request করলেও অই মার্কেটে আমাকে
যেতেও দিত না। তবে ওইদিন কেনো যানি আব্বু ওই মার্কেটে গেলো এবং আমাকে বলল তার মোবাইলটা রিপেয়ার করতে হবে। Well আমিও চান্স পেলাম ওই মার্কেট ঘুরে দেখার। তো আমি আব্বুকে
মোবাইল রিপেয়ার শপে রেখে ঘুরতে বের হলাম এবং পেয়ে-গেলাম একটা কম্পিউটার শপ সেখানে দোকানের দরজার বাহিরে দারিয়ে কেসিং গুলো দেখতে থাকলাম। সেভাবেই মনে হয় ২০ মিনিট+ হয়ে
গেছিলো আমার মনেই ছিলো না আমি বাবার সাথে মার্কেটে এসেছি । তো Suddenly আমি চমকে উঠলাম ও শুনলাম বাবা বললেন, "কি !! কম্পিউটার কিনবা নাকি? "
🤔 এটা না আমাকে ক্লিক করছে "wait what? আমি কি ভুল শুনলাম?" আমাকে আর কোন কিছু বলার সুযোগ না দিয়ে বাবা আমাকে দোকানের ভিতরে নিয়ে গেলেন এবং Shopkeeper সামনে
আমাকে বসায় দিয়ে তাকে বললেন একটা কম্পিউটার কিনবো। এখন প্রথমত আমি এই বিষয়ে কোনো প্রেপারেসন নিয়ে আসিনি। তো আমি Shopkeeper আঙ্কেল কে বললাম আমার কোন প্রিপারাসন নেই আমাকে
একটা চার্ট দেন আমি বলি। তো তখন খুব বেশি হলে শুধু বুঝতাম RAM । তো সিলেক্ট করলাম 4GB র্যাম (কারন আশেপাশে অনেকেই কম্পিউটার নিছে তাদের 2GB এর বেশি ছিল না .. That's
why I thought একটু বেশি নেই, Core এর ক্ষেত্রেও same trick follow করলাম even এর পরের স্টেপ গুলো same) 😅।
Now the final step coming:
তো ছোট বেলা থেকেই আমি খুবই হিসাব করে টাকা ব্যাবহার করতাম, তো আমি বাবার পাসে গিয়ে কানে কানে জিজ্ঞাসা করলাম বাবা কত টাকা আনছ ? ।। বাবা আমাকে কোন উত্তর দিলেন না। মোটামুটি
৪৫ মিনিট অপেক্ষা করার পরে আমার কেসিং, মনিটর ও এক্সেসরিস রেডি করে চলে আসলো। বাবা পেমেন্ট করলেন ক্যাশ রিসিপ্টটা আমাকে দিলেন না । এরপরে সব বক্স নিয়ে বাসায় আসলাম।
সব সেট করলাম।
💦 আবেগে অনেক Emotional হয়ে গেছিলাম ওইদিন। মন চাচ্ছিল বাবাকে জড়িয়ে ধরার কিন্তু পারিনি। (Reason: All boys knows ) Still পারিনি
এইছিলো আমার ডেক্সটপ কেনার কাহিনী। এই কাহিনী বলতে আমার চখে জল চলে আসছে 😔
বাবাদের প্রতি ভালোবাসা প্রকাশ করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে "তাকে কখন কষ্ট না দেওয়া ।। যখন যা করতে বলেন কোন প্রশ্ন না করে সেটাকে" বলে আমি মনে করি !!
--> It's Just My Kind of Love to Show <--