সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পড়ুয়া হিসেবে খ্যাতি আছে। প্রতি বছরই তিনি তার প্রিয় বইয়ের তালিকা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ২৩ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে ওবামা ২০২৩ সালে পড়া তার প্রিয় কিছু বইয়ের নাম প্রকাশ করেছেন।
এ বছর ওবামার পছন্দের বইয়ের তালিকায় স্থান পেয়েছে ১৫টি বই। বইগুলোর নাম এক নজরে দেখে নেওয়া যাক।
১. দ্য হ্যাভেন অ্যান্ড আর্থ গ্রোসারি স্টোর - জেমস ম্যাকব্রাইড।
২. দ্য ম্যানিয়াক - বেঞ্জামিন লাবাতুত।
৩. পোভার্টি, বাই আমেরিকা - ম্যাথিউ ডেসমন্ড।
৪. হাউ টু সে ব্যাবিলন - সাফিয়া সিনক্লেয়ার।
৫. দ্য ওয়েগার - ডেভিড গ্র্যান।
৬. চিপ ওয়ার – ক্রিস মিলার।
৭. দ্য ভাস্টার ওয়াইল্ডস - লরেন গ্রফ।
৮. হিউম্যানলি পসিবল - সারাহ বেকওয়েল।
৯. কিং : অ্যা লাইফ - জোনাথন ইগ।
১০. দ্য কভন্যান্ট অব ওয়াটার - আব্রাহাম ভার্গিস।
১১. দ্য বেস্ট মাইন্ডস - জোনাথন রোজেন।
১২. অল দ্য সিনারস ব্লিড – এস .এ . কসবি।
১৩. দ্য কিংডম, দ্য পাওয়ার, অ্যান্ড দ্য গ্লোরি - টিম আলবার্টা।
১৪. সাম পিপল নিড কিলিং - প্যাট্রিসিয়া ইভাঞ্জেলিস্টা।
১৫. দিস আদার ইডেন - পল হার্ডিং।