পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এভারেস্ট জয়কে পৃথিবী জয়ের সাথে তুলনা করা হয়। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গে আরোহণ করা পর্বতারোহীদের কাছে বেশ রোমাঞ্চকর। তাইতো শত বাধা-বিপত্তি পেরিয়ে প্রতিবছরই শত শত মানুষ ছোটে নেপাল-চীন সীমান্তে অবস্থিত এই পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশ্যে। এই যাত্রা যতোটা ব্যয়বহুল ঠিক ততোটাই বিপদসংকুল। মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় ৮৮৫০ মিটার বা ২৯০২৯ ফুট। এটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা। তাই একে পৃথিবীর ছাদও বলা হয়।