Posts

নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেলেন কবি সুকৃতা পল কুমার

December 31, 2023

নিউজ ফ্যাক্টরি

Featured Image
268
View
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন কবি সুকৃতা পল কুমার। ১৮ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ৫ হাজার মার্কিন ডলারের একটি চেক, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু এবং সাহিত্যে অবদানের জন্য একটি শংসাপত্র দেওয়া হয়।    

'সল্ট অ্যান্ড পিপার: সিলেক্টেড পোয়েমস' নামের কবিতার বইয়ের জন্য সুকৃতা পল কুমারকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।   

৭৪ বছর বয়সী ভারতীয় এই কবি বলেছেন, 'ষষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার প্রাপ্তি আমার জন্য একটি গভীর আনন্দের অভিজ্ঞতা। এই স্বীকৃতি শুধুমাত্র আমার শৈল্পিক যাত্রাকে বৈধতা দেয় না বরং বৈচিত্র্যময় সংস্কৃতির মাধ্যমে গল্প বলার সার্বজনীনতাকেও গুরুত্ব দেয়। এই স্বীকৃতির জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।'    

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশক পিটার বুন্ডালো ২০১৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার প্রবর্তন করেন। পুরস্কারটি বিশ্ব শান্তি, সাহিত্য, শিল্প, শিক্ষা এবং মানবাধিকারের জন্য একটি প্ল্যাটফর্ম। মূলত এই বিষয়গুলোর উপর কোনো ভারতীয় ভাষা বা উপভাষায় ভারতে বা বিদেশে বসবাসকারী ভারতীয়র দ্বারা রচিত এবং ইংরেজি ভাষায় অনূদিত বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়। 

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস    

 

Comments

    Please login to post comment. Login