টুইঙ্কল খান্না এককালে বলিউড তারকা ছিলেন। এখন অবশ্য সবাই তাকে লেখক হিসেবেই চিনে থাকে। তার চতুর্থ বই ‘ওয়েলকাম টু প্যারাডাইজ’ ভারতে ২০২৩ সালে বেস্টসেলার বইয়ের তালিকার শীর্ষে ছিল।
ওয়েলকাম টু প্যারাডাইজ গত বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছিল। নিয়েলসন বুকস্ক্যান এবং ক্রসওয়ার্ড বুকস্টোর জানিয়েছে, এটি ২০২৩ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কথাসাহিত্যের বই ছিল। এমনকি প্রকাশের পর বইটি ফিকশন ক্যাটাগরিতে বেস্টসেলারের তালিকায় এক নম্বরেও ছিল।
টুইঙ্কল খান্না ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ওয়েলকাম টু প্যারাডাইজ বেস্টসেলার হওয়ায় আমি অভিভূত। আমি সবসময়ই একজন পাঠক হিসাবে শব্দের জগতে নিমজ্জিত ছিলাম। এখন আমি কৃতজ্ঞ যে আমি একজন লেখক হিসাবেও এই স্থানে জায়গা পেয়েছি।'
ওয়েলকাম টু প্যারাডাইজ হল একটি গল্পসমগ্র। নারীদের কেন্দ্র করে লেখা এই বইতে বিয়ে, পিতৃত্ব, মৃত্যু, একাকীত্ব এবং প্রেমকে তুলে ধরা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস