Posts

কবিতা

শঙ্খচিলের কাছে

June 11, 2024

Tomal Krishno Das Topu

300
View

শঙ্খচিল, কেনো ধ্রুব হতে চাও?
কেনো পিছু নেও?তুমি কি জানো না এ মহাকাশ তোমার না!
এ উল্কাপিণ্ডের ছাই তোমার হেতু আয়োজিত না!
পিছনে ছুটতে যেও না আর,
তাদের হারিয়ে যেতে দাও;
গ্রহ হতে গ্রহে ঘুরে বেড়ায়,
তোমার মেটা-গ্যালাক্সিতে ফিরবে না যারা।

সব মায়ায় ডুব দিতে হয় না,
সব ডাকে সাড়া দিতে হয় না,
ভুলে যেতে হয় পদচিহ্ন,
কিংবা ডোপামিন নিঃসরণের পরিমাণ!

শঙ্খচিল, শেষ চিঠি হয়ে আর ফিরে এসো না
কৃষ্ণগহ্বরের পোস্ট বক্সে।

Comments

    Please login to post comment. Login