পোস্টস

নিউজ

ইউক্রেন যুদ্ধবিরোধী কবিতা আবৃত্তি করায় ২ রুশ কবির জেল

৫ জানুয়ারী ২০২৪

নিউজ ফ্যাক্টরি

Featured Image
ইউক্রেন যুদ্ধবিরোধী কবিতা আবৃত্তি করার কারণে মস্কোর একটি আদালত রাশিয়ার দুই জন কবিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ২৮ ডিসেম্বর এই রায় দেওয়া হয়। 

৩৩ বছর বয়সী আর্তিওন কামারদিনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করা এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি ২০২২ সালে মস্কোতে একটি সমাবেশে যুদ্ধবিরোধী কবিতা আবৃত্তি করেছিলেন। 

মস্কোর জেলা আদালত ২৩ বছর বয়সী ইয়েগর শতোভবা নামের আরেকজন কবিকে সাড়ে ৫ বছরের জেল দেয়। তিনিও আর্তিওন কামারদিনের সঙ্গে ২০২২ সালের ওই সমাবেশে অংশ নিয়েছিলেন। তবে তিনি কোনো কবিতা পাঠ করেননি। কিন্তু কামারদিনের কবিতার প্রশংসা করেছিলেন। এজন্য তাকে এই শাস্তি দেওয়া হয়।  

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ত্রিউমফালনায়া স্কয়ারে মায়াকোভস্কি রিডিংস নামে কবিতা পাঠের একটি আসরের আয়োজন করা হয়েছিল। এই দুই কবির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছিল। 

কামারদিন এবং শতোভবা দুজনেই নিজেদের নির্দোষ দাবি করেছেন। রাশিয়ার মানবাধিকার গোষ্ঠীগুলোও এই রায়ের নিন্দা জানিয়েছে। 

এদিকে ২০২৩ সালের শুরুতে নিকোলাই দেনেকো নামে্র একজন কবিকে ৪ বছরের জেল দেওয়া হয়। তাকেও যুদ্ধবিরোধী কবিতা পাঠের জন্য অভিযুক্ত করা হয়েছিল। 

সূত্র: আল জাজিরা