স্বাভাবিক তুমি কি আর আসবে না! একদিকে সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন এক যুগেও বেশি সময়ে অপ্রকাশিত, অন্যদিকে ন্যায্যতা ও সমতার অধিকার চাইতে গিয়ে গুমের শিকার ইলিয়াস আলী। এলিট ফোর্স কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কক্সবাজারের ইকরামুল হকের মেয়ের সে কি আত্মনাদ। প্রিয় বাংলাদেশ, তুমি আবার স্বাধীন হবে কবে?