পোস্টস

কবিতা

হিমুসমগ্র নিয়ে আমাদের পাগলামি

১১ জুন ২০২৪

লবেরু

হিমুসমগ্র নিয়ে আমাদের পাগলামি
--- লবেরু
বৈধ, অবৈধ করার মিস্ত্রি -
অবৈধ, বৈধ করার মিস্ত্রি-
বিভেদ তৈরি, বিভেদ মিটমাট,
বিভেদের অন্তরে ঢুকে যাওয়া- ওভারনাইট পলিটিক্স।
ব্যস্ত আকাশের নিচে সস্তা গালিচায় মোড়ানো
তচনচ সংসারেও অশ্রুর প্রশান্তি,
ঘরে ভাত নাই, তবুও জ্যোৎস্নাবাতিতে মনিভেশনাল প্রেম;
ভিক্ষুকের ঘরেও ঝকঝকে এলইডি টিভি, শুধু তাই না-
খোলা বাজারেই বিক্রি হচ্ছে মানিক-রতনের অজস্র কান্নাকাটির বক্স,
আঙ্গুলে কালচে ছাপ অপার্থিব আনন্দবিলাসিতার আশায়,
বধুর গলায় মাংস রেখে স্বামীর বাঘ শিকার- মিলনের পরপরই,
খিড়কি খুলে লাল শাড়ি দেখে-
ব্যর্থ যুবকের কন্ঠে রোনাজারি, মান-অভিমান;
-তখনই তোমার-আমার মনে পড়লো
জীবনানন্দের একগুচ্ছ কবিতা নিলাম তুলে
যা যা পাই তাই তাই দিয়ে
নিউ মার্কেটের নীচতলা থেকে
একটা হলুদ পাঞ্জাবি কিনি!
.....২১-০২-২০২০