Posts

কবিতা

ইন্টারনাল মেমোরি

June 11, 2024

লবেরু

82
View

ইন্টারনাল মেমোরি
---লবেরু
দেশের ভিতরেও দেশ
কেউ বলে জেলা
কেউ বলে উপজেলা
কেউ বলে ইউনিয়ন
কেউ বলে গ্রাম
গ্রামের ভিতরেও গ্রাম
কেউ বলে ক পাড়া
কেউ বলে খ পাড়া
কেউ বলে গ পাড়া
পাড়ার ভিতরেও পাড়া
কেউ বলে ত বাড়ি
কেউ বলে থ বাড়ি
কেউ বলে দ বাড়ি
বাড়ি ভিতরেও বাড়ি
কেউ বলে ক মানুষ
কেউ বলে খ মানুষ
কেউ বলে ছ মানুষ
মানুষের ভিতরে মানুষ
কেউ বলে ক ভদ্রলোক

কেউ বলে বদলোক
কেউ বলে ছোটলোক
কেউ বলে বড়লোক
লোকের ভেতরে একটাই লোক-
আমি খুঁজি তারেই।

Comments

    Please login to post comment. Login