পোস্টস

কবিতা

বুকের দাবী (প্রিমিয়াম)

১১ জুন ২০২৪

Imrul Kayesh

মূল লেখক মোঃ ইমরুল কায়েস

ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর

ধূমপান করলে স্ট্রোক হয়

এইসব দেইখা ও মানুষ বিড়ি খায় কেন জানো?

কারন বুকে নেওয়ার আগে ভাবার অভ্যাস মানুষের নায়!

বুক ভাইরা নেওনের স্বাদ পাইলে আসন্ন দূঃখ লইয়া মানুষ আর ডরাইনা

সোনার পালংকে শুইয়াও মানুষ একটা কোলবালুস বুকে জড়াইয়া ঘুমাইতে চায়

ভবিষ্যতের অমানুষ সন্তানেরেও মানুষ বুকে আগলাইয়া রাখে

কারণ বুকে নিলেইতো শান্তি

বুকে না নিলে সঞ্চিতার মান ভাঙ্গেনা

বুকে না টানলে গঞ্জিকা কাম করেনা

বুকে না ধরলে পঞ্জিকার প্রিয় তারিখ মনে থাকেনা

যার বুকের ধন চইলা যায়

সেও বুকে পাথর চাপাইয়া রাখে

কারণ বুক কোনদিন খালি রাখা যায়না

কিছু না কিছু রাখতে হয়

আাামি শুদু তুমারে চাই, এইডা আাামার বুকের দাবি!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।