পোস্টস

কবিতা

ধ্রুব প্রেমের সূর্যোদয়

১১ জুন ২০২৪

Imrul Kayesh

মূল লেখক মোঃ ইমরুল কায়েস

আমি অসুচি বলেই যদি, আমার এ প্রেম মিথ্যে হয়।
রবি শশীর ঐযে প্রণয়, সে ও তবে সত্য নয়।
প্রেম যদি হয় মনের দাবি, তুচ্ছ সেথা সতি অসতি
বিরঙ্গনার মাঝে হেরি যদি আমি র্স্বগ ভাতি।

 

সত্য আমার সেই সত্য, সেই যে তাহার নষ্ট রুপ,
হাজার আগুন জ্বালিয়ে দিয়ে যেই হয়েছে র্মমি ধূপ।
অপবিত্রে ভয় পেয়ে যে ভালবাসায় শ্রদ্ধা দেয়,
ভেব দেখ ভিন্ন পথে সেও দেহের গন্ধ চায়।

 

ঝড়া ফুলে অবহেলা ফুলের প্রতি প্রীতির ক্ষয়।
অসুচিতে পরম ঘৃণা, সেই তো সুচির পরাজয়।
মনরে গঙ্গা জলে যদি ...সতি অসতি সবই ধুয়ে সুদ্ধ হয়,
তবেই তো সে মানবহৃদে, ধ্রুব প্রেমের সূর্যোদয়।