Posts

চিন্তা

গরিবী গৌরব

June 11, 2024

রাজেশ দে

Original Author রাজেশ দে

গরিবী গৌরব নতুন একটা শব্দ আমার কাছে।

একজন রিক্সাওয়ালা যখনএকটি ভাড়া টেনে ৪০-৫০ টাকা কামাই করতে পারে তখন তারা পরের ভাড়া টানা নিয়ে রিক্সার উপর বসে দেদারসে বিড়ি ফুকে। নতুন কোন যাত্রী যখন জিজ্ঞেস করে যাবে কিনা,তখন তারা এমন ভঙ্গিতে উত্তর দেয় যেন সে প্রাইভেটকার নিয়ে বসে আছে।গ্রামে এরকম কত গুলো লোক আছে , তারাও একদিন কাজ করে যা কামাই করে তা যতদিন শেষ হচ্ছে না ততদিন আর কারো কাজ করে না। তারা এমনভাব করে চলে যেন তাদের বাপের জমিদারী আছে। এগুলোই মূলত গরিবী গৌরব।গৌরব সবসময়ই খারাপঅভ্যাস,সেটা ধনী হোক আর দ্ররিদ্রের। তারা বুঝতে পারে না এরকম মনোভাব তাদের কখনো দারিদ্রতা থেকে বের হতে দিবে না। ইদানিং কিছু ইয়াং পোলাপাইনের মাঝেও এই গরিবী গৌরব লক্ষ্য করা যায়। তাদের বাবা দিন আনে দিন খায় অথচ ছেলে দামীএনড্রয়েট চালায়। সমাজ এসব ডিলামি কি রকম চোখে দেখে জানি নাতবে আমারকাছে বেশ বেমানান মনেহয়।বাড়িতে চালার ফাঁকে চাঁদের আলো উঁকি মারে অথচ মোবাইলেমেয়ে বন্ধু কেবলে তিন তলার ছাদে বসে চাঁদ দেখছি। কাব্য মিশ্রিত মিথ্যাকথা ছেলেটি যেমন বলে যায় তেমনি মেয়েটিও তার একডিগ্রি উপরে গিয়ে (বেড়ার ঘরে যখন জানালাটা বাতাসে ভেঙে গেছে ) বলে ঠান্ডা লাগছে এসিটা নতুন লাগিয়েছে।এসব ফুটানির মধ্যেই তাদের জমিদারী সীমাবদ্ধ থাকে।স্বশিক্ষা মানুষের জীবনেখুবই দরকার। শিক্ষা নাথাকলে মানুষের মাঝে প্রাগৈতিহাসিক হিংস্রতা জেগেউঠে। 

Comments

    Please login to post comment. Login