Posts

কবিতা

সে ও সোনালী দিন (Premium)

June 11, 2024

Tawfiq Hridoy

Original Author তাওফিক হৃদয়

0
sold
সে ঘোমটা টেনে আকাশের পর্দায় তাকালো

আমিও তাকালাম আলগোছে,

আকাশের মিনতিরা

তার চোখের কাজলের ধার ঘেষে মিশে গেছে একপাশে,

হয়তো বৃষ্টি আসবে, মেঘ করবে আলগোছে

আমার মনে পড়লো হাজার পাচেক বছর আগেকার কোনো নারীর কথা,

পুরাণের রাঙারোদ পৃষ্ঠায় মগ্ন।

সাপের মতো জড়ো হয়ে আসা মেঘ-ঝাউবন

পাথরে প্রশ্ন ছুড়ে দিলো, আমার তোমার মাঝে একটি গোলাপ

গোধূলিতে ক্লান্ত রানার জেনে নেয় এর মানে?

কি চাই আমি তোমার কাছে? কি চাও, তুমি আমার কাছে?

তোমার পেলব ত্বক জোনাকির রাত পার হয়ে আসে

উরুর কাছে বাকানো চাদরের আভরণ, তোমার মৃগয়া শরীর-

তোমাকে ছুয়ে আমি কি কামনা করতে পারি?

মুগ্ধ দুজোড়া ঠোঁট!

প্রেম?

ভালোবাসা?

সিকি বছরের বাঁধা সংসার?

আনেকদিন নরম পাতায় শুয়ে একসাথে

যখন মঠের শান্ত নিস্তব্ধতা মৃদুমন্দ বেজে যায়

প্রেমিক আকাশের ভাঙা টুকরো নিয়ে আসতে চায় পাঁজরে করে,

তুমি আনমনে বসে থাকো

কি ভাবো

ফ্রয়েডের ধুন?

বেড়ালটা পাশে এসে বসে

নতুন কোনো সিমেমা দেখতে পারো

‘এইলিন' -একটু ভিন্ন রকম, তবে ভালো লাগবে।

কোথাও নিমগ্ন নির্লিপ্ততা,যখন আকাশের খাম থেকে শুভ্র মেঘ খসে পড়ে

সেই একি প্রশ্ন আমার তোমার কাছে, রয়ে যায়,

ভালোবাসা?

ভালোবাসা?

ভলোবাসা?

This is a premium post.

Comments

    Please login to post comment. Login