Posts

নিউজ

কলকাতা বইমেলা শুরু হবে ১৮ জানুয়ারি

January 16, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
কলকাতা আন্তর্জাতিক বইমেলা ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে জানিয়েছে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৪ দিন ধরে চলবে ৪৭তম আন্তর্জাতিক এই বইমেলা। 

এবারের কলকাতা বইমেলার থিমকান্ট্রি হিসেবে ব্রিটেনকে বেছে নেওয়া হয়েছে। দেশটি এর আগেও দুইবার থিমকান্ট্রি হিসেবে ছিল।  

চলতি বছর এই বইমেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ইটালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং জার্মানি। ১২ বছর পরে আবার কলকাতা বইমেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে জার্মানি। 

আগামী ৩১ জানুয়ারি শেষ হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। 

 

 

 

Comments

    Please login to post comment. Login