Posts

প্রবন্ধ

সার সন্ঠে রুখ জায়ে, তো ভি সাস্তো জান।” (Premium)

June 11, 2024

অনিরুদ্ধ মিস্ত্রী

0
sold
“সার সন্ঠে রুখ জায়ে, তো ভি সাস্তো জান।”

গাছকে বুকে জড়িয়ে অমৃতা দেবী দৃঢ় কণ্ঠে ১৭৩০ সালের সেপ্টেম্বর মাসের কোনো এক মঙ্গলবার একথা বলেছিলেন। যার ভাবার্থ, একটি মাথার বিনিময়ে হলেও যদি একটি গাছ বাঁচানো যায়, তবে তা-ই সই।

ঘটনাটি ভারতের মারোয়ার রাজ্যের ।রাজা অভয় সিং খোজরালি গ্রামে তার রাজপ্রাসাদ নির্মানের জন্য মন্ত্রী গিরিধার ভাণ্ডারীকে পাঠালে তিনি এসে ঘোষণা দেন রাজপ্রাসাদ নির্মানের জন্য কিছু গাছ কাটা হবে।গ্রামটি ছিলো বিশনয়ী সম্প্রদায় অধ্যুষিত, যাদের কাছে প্রাণ-প্রকৃতি ঈশ্বরের মতোই পবিত্র। মন্ত্রীর ঐ ঘোষণার বিরুদ্ধে সেদিন প্রতিবাদ করেছিলেন সে গ্রামেরই এক নারী অমৃতা দেবী বিশনয়ী। প্রথমে ঘুষ দিয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছিলো। অমৃতা আপোস করেননি তাতেও। উপায় না পেয়ে সৈন্য-সামন্ত দিয়ে জোরপূর্বক গাছ কাটারই সিদ্ধান্ত নিলেন মন্ত্রী। সেদিন গাছকে বুকে জড়িয়ে ধরেন অমৃতা দেবী ।ফলস্বরূপ সৈন্যের কুড়োলকে গাছের স্পর্শ পাবার আগে পার করতে হলো অমৃতার গর্দান! মায়ের দেখাদেখি একইভাবে প্রাণ দেয় তিন কন্যা অসু, ভগু আর রত্নি। খবর শুনে আশপাশের ৮৩টি গ্রাম থেকে ছুটে আসে অর্ধ-সহস্র বিশনয়ী।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login