Posts

কবিতা

জাগ্রত নব বীর সন্তান

June 11, 2024

Hassan Sabbir

77
View

শত্রু আক্রান্ত বিপন্ন মা-মাতৃভূমি

মার অকুতোভয় বীর সন্তান,

শত্রূ বধে, অস্র হাতে,

মৃত্যুরে না ডরে

এরা মুক্তিযোদ্ধা-দুর্নিবার সাহসী,

সদা প্রস্তুত করতে আত্মদান।

এদের বুকে গুলি ছোড়ে

একই মায়ের আরেক সন্তান!

এরা ভীরু-কাপুরুষ

শত্রূ সেনার পা চাটে,

মা-মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করে...

এদের মুখোশ পাল্টে

সময়ের সাথে,

ভন্ড দেশপ্রেমিক সেজে

চারিদিকে বিষাক্ত নিশ্বাস ছাড়ে।

আর নয় সহনশীলতা-

মুখোশ টেনে ফেলার এখনই সময়,

জাগ্রত নব বীর সন্তানের হাতেই হবে

বিশ্বাসঘাতক শয়তানের পরাজয় ।।

Comments

    Please login to post comment. Login