পোস্টস

কবিতা

শাপান্ত জীবন (প্রিমিয়াম)

১১ জুন ২০২৪

অনিরুদ্ধ মিস্ত্রী

শাপান্ত জীব

স্বপ্ন ছিল আকাশ দেখে মুগ্ধ হওয়ার
আকাশের ঝরে পড়া জোৎস্না হবে, মাখব গায়ে
ছাতিম গাছটার তলে দাঁড়িয়ে গল্প শোনাব।
স্বপ্নের লাগি বেঁচেছিলাম একটি একটি করে দিন
স্বপ্ন ছুতে, স্বপ্ন বাঁচাতে সেই কবে
এসেছি ধূলোমাখা শহরে...........
ভেতরে যার ঝাঁ চকচকে, বাইরে বড্ড মলিন, প্রাণহীণ
এখানে পেটে ভাতে বাঁচে স্বপ্ন -----
নিত্য কর্মযজ্ঞে হই সামিল
চতুর্দিকে কতশত শেয়াল,শকুন,কুকুর আর বিড়াল
সবর্ত্র প্রভুভক্তের আনাগোনা
তবুও বাঁচি স্বপ্নের লাগি।
নিত্য নিত্য গড়ি চিকেন শর্মা, মোমো আরও কত কি!
স্বপ্ন দেখি আবার ফিরব সেই মেঠো পথে
দাঁড়াব বিলের ধারে, দেখব টাকি শোল মাছের পোনার ঝাঁকের ছুটোছুটি।
জানো! তোমার জন্য রূপোর নূপুর কিনেছি
ছ্যাকরার দোকান থেকে।
একি!!!চতুর্দিকে ধোঁয়ার কুণ্ডলী কেন?
আ দম বন্ধ হয়ে আসছে কেন?

এটি একটি প্রিমিয়াম পোস্ট।