Posts

কবিতা

ঘাবড়ে যাচ্ছি

June 11, 2024

Md Fazle Rabbi

Original Author ফজলে রাব্বী

68
View

ঘাবড়ে যাচ্ছি। 

তুমি সূর্য নাকি পুতুল তাই ভেবে৷ 

ঘাবড়ে যাচ্ছি। 

আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তুমি আমাকে ভুলে গেলে তোমার কি ই বা যায় আসবে।

ঘবড়ে যাচ্ছি, তুমি ভীষণ ভাবে ঢুকে গেছো মাথায়, তোমাকে বের করা যাচ্ছে না। 

ফলাফল যাই হোক তুমি রয়ে যাচ্ছো আমার গবেষণায়। 

ভালোবাসা বুঝি এমনিই হয়। বোঝানো যাচ্ছে না তোমাকে ভালোবাসি কতো।

বোঝানো যাবে না পৃথিবীর 

কোন কলমের কালীতে, কোন প্রমাণের খাতায়। 

ঘাবড়ে যাচ্ছি, 

সাথে চলে যাচ্ছে দিন। উপাসক হয়ে আর কতোটাই যাবো?

কপালের নামতায় সূত্র খুজি

কবে

আমি শুধু তোমায় পাবো।


- ফজলে রাব্বী

Comments

    Please login to post comment. Login