Posts

পোস্ট

মুহূর্তেরা

June 11, 2024

জেরিন সুলতানা

76
View

ক্যাম্পাসে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, চৌরঙ্গী, অডিটোরিয়ামের পাশের পুকুরগুলোতে পদ্ম ফুটতে শুরু করেছে। সোনালু, কনকচূড়া,জারুল,কাঠগোলাপ, লাল সোনাইল ফুলে ছেয়ে গেছে ক্যাম্পাস। বিকেল গড়ালে কটকটা রোদের পরে সবচেয়ে সুন্দর ছায়া নেমে আসে সাতশ একরের এই নগরীতে, ঠান্ডা হাওয়া বইতে থাকে। বর্ষা এখনো আসেনি তবে বকুল, বেলির ঘ্রান পাওয়া যায় বাতাসে। গতকাল রাতে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে, আজও আকাশের বুক মেঘলা ছিল। ঋতু পাল্টাতে থাকে, সময় বইতে থাকে, গল্পের সূচনা হয়, সমাপ্তি হয়,আবার নতুন গল্পের শুরু হয়।  স্মৃতির পর স্মৃতি জমা হতে থাকে ক্যানভাসে। আমরা ছেড়ে আসি, ভুলে যাই, মরতে মরতে বাঁচার চেষ্টা করি, নিজের অজান্তেই যত্ন করে তাকে সাজিয়ে রাখি রঙ বেরঙের স্মৃতি।  
 

Comments

    Please login to post comment. Login