Posts

কবিতা

আত্মার আত্মীয়

June 11, 2024

ইসহাক মাহমুদ

79
View

একান্তেই আমাদের আলাপচারিতা হতো,
মধ্যরাত্রি থেকে ভোর অব্ধি। 
আলাপচারিতায় জানতে পারলাম-
না তুমি আমায় ছেড়েছ; না আমি তোমায় ছেড়েছি। 
আমরা এখনো একে অপরের,
তবে আমাদের দেহ ভোগদখল করে নিয়েছে অন্যকেউ।

আমাদের মন এখনো ভালোবাসার জন্য যুদ্ধ করে,
দিনে চব্বিশ ঘন্টা,সপ্তাহে সাতদিন,
বছরে তিনশো পঁয়ষট্টি দিনই লড়ে যায় জেতার নেশায়। 
দেহের দাবিদার যে কখনোই মনের দাবিদার হতে পারেনা তা আমরা বুঝে গিয়েছিলাম অতি পূর্বেই। 
ত্রিপাক্ষিক টানাপোড়নে আটকে থেকেও-
আমাদের  দেহ থেকে মন আলাদা হয়ে উপস্থিত হয় আলাপচারিতায়,
ঠিক মধ্যরাত্রি থেকে ভোর অব্ধি চলে আমাদের কথোপকথন।

এখন আমরা অতি সহজেই বুঝে গেছি-
দেহ আমাদের মনের কাছে হেরে গেছে অনেক আগেই।
এখন আমরা দূরের কেউ নই,
আমরা একে অপরের পরম আত্মীয়,আত্মার আত্মীয়।

__________________________
|| ১০-০৭-২০২০ ||

Comments

    Please login to post comment. Login