Posts

কবিতা

বাসরের ফুল (Premium)

June 11, 2024

জাহিদুল ইসলাম

0
sold
বাসরের ফুল মোর
শুকিয়ে যাবে বধুবীনা,
অপেক্ষমান বেলুনের বায়ু
শেষ হবে হৃদয়হীনা-
যদি না'ক ভালোবাসা পাই!

জগৎ জুড়ে সাজানো বাসর
পুষ্প রাজী গন্ধ বিলায়
স্বর্গ হতে সন্ধা তারা
আঁধার রাতে মুক্তা ছড়ায়।
ঝিলিক দিয়ে আলোর জোনাক-
কুমড়ো ডগায় পরায় টিপ!
ঘুম ভাঙ্গাতে দোয়েল-শ্যামা
সুর তুলেছে মিষ্টি-মধুর
শিশির ভেজা ঘাসের ছোয়া
পরশ যে তার দুষ্ট বধুর!
দীঘির জলে পদ্ম ভাসে
শেওলা জেগে রয় পাহারায়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login