পোস্টস

কবিতা

অপেক্ষা

১১ জুন ২০২৪

নাজমুল হাসান

তোমার গাল বেয়ে কোনো এক ঘামের বিন্দুতে

গ্রীষ্মের চৌচির করা উষ্ণ মাটির বুকে একখন্ড ছায়া, 

কবে হবে আমাদের?

কবে বাতাসের আর্দ্রতা উপেক্ষা করে কালো হয়ে আসা কালবৈশাখী –

জিজ্ঞেস করবে আমাদের পরিচয়?
ব্যস্ত রাস্তার মোড়ে –

হুট করে নেমে আসা জড়োসড়ো শীত শুধুই কী নিয়ে আসবে 

আমাদের হৃদয়ের ঘাসে শিশিরের বসবাস?

একঝাঁক বিরতিবিহীন তুমুল বৃষ্টির অপেক্ষায় বিপদসীমা অতিক্রম করা এইসব আক্ষেপ কী তবে সকলের ?

সবার !

অপেক্ষার অপর নাম তবে কী আক্ষেপ ! 

নাকি শেষরাতের দীর্ঘশ্বাসে বেঁচে থাকা স্বপ্ন?