Posts

কবিতা

অথচ তুমি এলে না

June 11, 2024

রিয়াদ হোসেন

61
View

অথচ তুমি এলে না - 
ঝড় শেষে বৃষ্টির অঝর জলপ্রপাত,
আলোহীন দিগন্ত,
দৃষ্টির সীমাবদ্ধতায় অপ্রছন্ন লাগছে ভীষন,
শূণ্যতার এক মহাকাল ব্যথা;
অথচ তুমি এলে না।  
সূর্যটাও ক্ষীন আলোর প্রতিফলনে ব্যস্ত, 
পৃথিবীর ঘূর্ণন মন্থরে, 
আলোকবর্ষ দূরের গ্রহরাও অন্ধকারে ;
অথচ তুমি এলে না। 
তুমি আসবে - আশায় বাঁধে বুক 
জাগরণে মুখরিত হবে 
বসুধার মুখ। 
 

Comments

    Please login to post comment. Login