পোস্টস

কবিতা

আগের দিনগুলি ভালো ছিল

১১ জুন ২০২৪

Shumon Masum

মূল লেখক আমি

আগের দিনগুলোই ভাল ছিল

 

 

নতুন কিছু তেমন আর ভাবিনি/ পুরনো স্মৃতি সুখ লাগে কখনো/

এই যে তিন চারটে পাখি উড়ে যায়  দিয়ে পাশ দিয়ে/

তাদের সেই স্বাধীনতায় কেউ ডাক দেয় না/

আর মানুষের কত অভিযোগ/তাইতো বিষন্নও বলে/

এতে অবাক হওয়ার কি আছে? আগের দিনগুলোই ভালো ছিল/

তুমিও বুঝবে কার কাছে যাও?প্রকৃতি কি শোনালো তোমাকে?

আমাকে বলো পরে/ মানুষের অভিযোগের শেষ নেই/

ও সবে শুধু কান দিতে নেই/ তুলো গাছ আছে না/

কান কিছু কান সবকিছু শুনতে হবে কেন?কেন শুনতে হবে তাকে বিরহ/

ওই কানের কাছেও শুনতে ভালো লাগে/

 সেই কথাটা/ আগের দিনগুলো ভালো ছিল/