পোস্টস

কবিতা

শিরোনামহীন (১) (প্রিমিয়াম)

১১ জুন ২০২৪

Emon M Rahman



যেখানে চলতে গিয়ে থেমে গেছে
ব্যস্ত ঘড়ির কাটা
নির্বাক বিস্ময়ে হতবাক পৃথিবী
আলোর স্রোতে হারিয়ে গেছে নিস্তব্ধ আঁধার
ঢেউয়ের গর্জন, মেঘ গুড়গুড় শব্দ
একসময় হঠাৎ বৃষ্টি ..
সূর্যী মামার লুকোচুরি খেলা
প্রচন্ড তাণ্ডবে ছিন্নভিন্ন প্রকৃতি
চারদিকে চিরন্তন সবুজ
পাহাড়ী রাস্তায় একা একা হাঁটা
অনুভবে তোমার স্পর্শ
চোখ বুঁজে হারিয়ে যাওয়া দূরে বহুদূরে
কোন এক অচিনপুরে ....

তারপর হঠাৎ একদিন

কাছে এসে বলেছিলে ভালোবাসি
দুচোখে ছিলো মায়া ভরা অস্রুজল
প্রতীক্ষায় তীক্ষ্ম হচ্ছিলো তোমার দৃষ্টি

আর আমি ভাবছি !!

যদি বলি হ্যাঁ, কেমন হবে আগামীকাল
আলো আর আঁধার মিলে হবে একাকার

এটি একটি প্রিমিয়াম পোস্ট।