Posts

নিউজ

২০২৪ সালে কপিরাইটের মেয়াদ শেষ হয়েছে যেসব বইয়ের

January 24, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
272
View
প্রতি বছর কপিরাইটের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে একটি নতুন বই পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত হয়। একটি বই একবার পাবলিক ডোমেইনে প্রবেশ করলে কেউ সেটির কপিরাইট দাবি করতে পারে না। ফলে যে কেউ এটি কপি করতে পারে। বিনামূল্যে প্রকাশ করতে পারে। এটি অবলম্বনে নতুন কোনো বইও লিখতে পারে। এ কারণেই ২০২১ সালে মার্কিন উপন্যাসিক এফ. স্কট ফিটজজেরাল্ড এর জনপ্রিয় উপন্যাস ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এর কয়েকটি রিমিক্স প্রকাশিত হয়। এগুলোর মধ্যে সেলফ মেড বয়েজ: এ গ্রেট গ্যাটসবি রিমিক্স এবং দ্য চুজেন এন্ড দ্য  বিউটিফুল উল্লেখযোগ্য।            

১৯২৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত বইগুলো ১৯৯৮ সালের কপিরাইট টার্ম এক্সটেনশন অ্যাক্টের অধীনে ২০২৪ সালে পাবলিক ডোমেইনের অংশ হয়ে গিয়েছে। ডিউক ল স্কুলের সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য পাবলিক ডোমেইন কিছু উল্লেখযোগ্য বই তালিকাভুক্ত করেছে, যার কপিরাইট চলতি বছরের প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারিতে কপিরাইটের মেয়াদ শেষ হয়ে যাওয়া বইগুলোর তালিকা এক নজরে দেখে নেয়া যাক।   

১. লেডি চ্যাটার্লিজ লাভার – ডি. এইচ. লরেন্স 

২. অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট – এরিক মারিয়া রেমার্ক

৩. অরল্যান্ডো- ভার্জিনিয়া উলফ

৪.  থ্রি পেনি অপেরা – বের্টল্ট ব্রেখট   

৫. দ্য মিস্ট্রি অব দ্য ব্লু ট্রেন – আগাথা ক্রিস্টি

৬. ডার্ক প্রিন্সেস – ডাব্লিউ. ই. বি. ডু বোইস 

৭. হোম টু হার্লেম – ক্লদ ম্যাককে   

৮. ডিক্লাইন এন্ড ফল - এভলিন ওয়া

৯. টারজান, লর্ড অব দ্য জঙ্গল - এডগার রাইস বারোজ 

১০. মিলিয়নস অব ক্যাটস - ওয়ান্ডা গ্যাগ

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login