মাঝে মাঝে কিছু কথা বাকি থেকে যায়,
মনের অজান্তে চুপিচুপি হারায়
হঠাৎ নিশ্চুপ সময় সিগারেটের ধোঁয়া ,
শেষ হয়ে যাওয়া কোনো উপন্যাসের
নায়কের কান্না কিংবা হঠাৎ ডেকে উঠা
টিকটিকির টিকটিক শব্দে
মনে পরে সেই না বলা উচ্ছাশ
মনে পরে সেই অব্যক্ত বেদনা
মনে পরে তোমার কাজল কালো
হরিণীর মতো চোখ ,
আমার উদাসী বিকেল
নিশ্চুপ সন্ধ্যা আর অগনিত নির্ঘুম রাত
মনে পরে হাতে হাত রাখা,
চোখে চোখে কথা বলা
বুকের গভীরে বয়ে চলা অস্থির স্পন্ধন
এটা কি প্রেম ছিলো নাকি আমার কল্পনা
উত্তরটা খুজে পাইনি কখনো
সময় গড়িয়েছে অনেক,
স্মৃতির পাতায় জমেছে
ধুলোর আস্তরণ,
চিঠির যুগ শেষে তুমি এখন
ফেছবুক টুইটার কিংবা ইন্সটাগ্রামে
একদিন হয়তো তোমার সাথে আবার দেখা হবে
নতুন কোন বেশে, কুনো এক দিগন্তের শেষে
হয়ত তোমার কালো চুল রঙ হারাবে,
অনাবিল চোখে থাকবে ভারি ফ্রেমের চশমা
আমি খুঁজে নিতে গিয়ে খেল হারাবো ,
হারিয়েই যাবো
কোন এক গহিন কালো গহব্বরে ।