Posts

চিন্তা

গাধা বিষয়ক

June 11, 2024

জিসান আকরাম

Original Author জিসান আকরাম

একটা প্রচলিত কথা আছে, 'গাধা দিয়ে হালচাষ করানো যায় না' কারো প্রতি হতাশা বা বিরক্ত হইয়া এই ডায়লগ টা দেয়া হয়।
আগে দেখতে হবে গাধা দিয়ে আসলেই কেউ কখনো হালচাষ করানোর চেষ্টা করছিল কিনা। 
তাহলে যে করছিল সে হয়ত গরু মহিষের বিকল্প হিসেবে গাধা রে দিয়ে কাজ চালাইতে গিয়া ধরা খাইছে, আর নাহয় এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে নিজেই গাধার চেয়েও বড় গাধা হয়ে গেছিল।

Comments

    Please login to post comment. Login