বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। পুরস্কার পাওয়ার ১০ বছর পর তিনি এটি ফেরত দিয়েছেন।
২৮ জানুয়ারি, রোববার জাকির তালুকদার তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই তথ্য প্রকাশ করেছেন।
ফেসবুকে তিনি পুরস্কার ফেরত দেওয়ার আবেদনপত্র এবং একটি চেকের ছবি দিয়ে লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।'
পুরস্কার ফেরত দেওয়ার কারণ হিসেবে জাকির তালুকদার বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা ও স্বেচ্ছাচারিতার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমি এই পুরস্কার ফেরত দিয়েছি। প্রতিষ্ঠানটিতে আড়াই দশকব্যাপী নির্বাচন হয় না। প্রতিষ্ঠান যখন সুনাম হারায়, তখন তার মূল্য থাকে না। এ কারণেই আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি।'
৫৯ বছর বয়সী এই লেখক জানিয়েছেন, পুরস্কার হিসেবে পাওয়া ক্রেস্ট এবং আর্থিক সম্মানীর চেক ডাকযোগে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন। দুয়েক দিনের মধ্যেই বাংলা একাডেমি মহাপরিচালক এটি পেয়ে যাবেন।
এদিকে বাংলা একাডেমির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, জাকির তালুকদার ১৯৬৫ সালে নাটোরে জন্মগ্রহণ করেছেন। পেশায় তিনি চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি লেখালেখির জগতেও সমানতালে বিচরণ করছেন। ২০১৪ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো, কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী।