Posts

চিন্তা

Don't wait for perfection.

June 11, 2024

হৃদয় হাসান

72
View

আমরা সবসময় একটা পারফেক্ট কন্ডিশনের জন্য অপেক্ষা করি।

এই সেমিস্টার তো শেষ পরের সেমিস্টার থেকে সিরিয়াসলি পড়বো,এখন তো ৭.৩০ বাজে ৮ টা থেকে পড়তে বসবো,আগামী সপ্তাহ থেকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো,আগামী জুমা থেকে নিয়মিত নামাজ পড়বো,এখন টাকা জমাই পরে ঘুরতে যাবো।কিন্তু,শেষ পর্যন্ত আর কোনোটাই করা হয়ে উঠে না।বাইবেলে একটা ভার্স আছে "if you wait for perfect conditions, you will never get anything done".জীবনে সব কাজের জন্য একটা পারফেক্ট সময়ের অপেক্ষা করা মানেই পিছিয়ে পড়া।

So, if you want to make a change,then start it today!

Who knows whether you live tomorrow or not!?

Comments

    Please login to post comment. Login