পোস্টস

পোস্ট

মানুষ হতে চাই

১১ জুন ২০২৪

সালাউদ্দিন

মানব জাতি কথাটা থেকে মানুষ শব্দটি সামনে আসে।প্রত্যক মানব মানুষ নয়,যার মধ্য মনুষ্যত্ববোধ আছে সেই মানুষ। মানুষ সকলে হতে পারে না। মানুষ হতে প্রয়োজন, মনুষ্যত্ববোধ,মানবিকতা,শৃঙ্খলা,স্নেহ,শ্রদ্ধা, ভালোবাসা আরো ও অনেক গুন।এইসব গুন যারা প্রকৃতভাবে অর্জন করবে, তারা মূলত মানুষ।